বেনাপোলে গোল্ড নাসির আটক

0
451

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তলসহ ৬টি অস্ত্র ও ১৯ রাউন্ড গুলিসহ কুখ্যাত মাদক, স্বর্ণ চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দীন ওরফে পিস্তল নাসির উদ্দীন ওরফে গোল্ড নাসির উদ্দীনকে আটক করেছে র‌্যাব-৬, যশোর সদস্যরা।

শনিবার সকালে যশোরের শার্শা থানার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে হতে তাকে আটক করা হয়। পরে তাকে খুলনা র‌্যাবের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে প্রেস ব্রিফিং করা হয়। পরে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে যশোর র‌্যাব থেকে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

আটক নাসির উদ্দীন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত বুদো সর্দারের ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, শার্শা থানার বাগআচঁড়া হাইস্কুল মার্কেটের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বেচাকেনা ও চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ খবরের ভিত্তিতে আভিযানিক দলটি শনিবার সকালে উক্ত মার্কেটের সামনে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক, স্বর্ণ চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দীনকে আটক করে।

এ সময় তার হেফাজত থেকে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান, তিনটি রিভলবার ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক আসামী সম্পর্কে প্রাথমিক তদন্তে জানা যায়,সে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে এবং ৭/৮ বছর সে চোরাচালান সামগ্রী মাদক ও গোল্ড পাচারের লেবারের কাজ করে। পরবর্তীতে নিজে বড় চোরাকারবারি হয়ে উঠে এবং তার নিয়ন্ত্রনে একটা বড় মাদক ব্যবসা, স্বর্ণ পাচার ও অস্ত্র ব্যবসা সংগঠন গড়ে তোলে।

সে চোরাকারবারি, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা হতে অর্জিত অবৈধ টাকা আড়াল করার জন্য বেনাপোলের সীমান্তবর্তী পুটখালি এলাকায় একটি বড় গরুর ফার্ম দেয়। সে স্বল্প দামে পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র ক্রয় করে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। তার বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় একটি অস্ত্র মামলা, একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা ও একটি হত্যাচেষ্টা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন আছে।

উক্ত আসামীকে আটকের উদ্দেশ্যে র‌্যাব দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছিল।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আটককৃত আসামীকে যশোরের শার্শা থানায় হস্তান্তর ও আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here