পাঞ্জাবি ছেঁড়ার প্রসঙ্গে যা বললেন নুর

0
135

ভবন মালিকের সঙ্গে চুক্তি অনুযায়ী কার্যালয়টি গণঅধিকার পরিষদের বলে দাবি করেছেন সংগঠনটির একাংশের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘গতকাল পাঞ্জাবির বোতাম খুলে ভবনের মালিকের সামনে বুক পেতে দিয়েছিলাম যে পারলে গুলি করো। ওইসময় উপস্থিত সাংবাদিকদের সামনে বুক টান টান করে দিয়েছিলাম। ভবন মালিক বন্দুক উঁচিয়েছিল, গুলি করার সাহস হয়নি।

শুক্রবার বিকেলে প্রিতম-জামান টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। নিজের পাঞ্জাবি ছেঁড়ার বিষয়ে ব্যাখ্যা দিতে এসব কথা বলেন নুর।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ মারধর করেছে বলে অভিযোগ করেন নুরুল হক নুর। তিনি দাবি করেন, পুলিশ তাদের জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। তাদের মধ্যে নারী নেত্রীও রয়েছেন।

নুরুল হক নুর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীতে যে সর্বদলীয় আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যেন অংশগ্রহণ করতে না পারি সেজন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াই অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমাদের কার্যালয় পুলিশ দখল করেছে। সরকার ও গোয়েন্দা সংস্থার লোকেরা গণঅধিকার নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখতে চাই ওদের ষড়যন্ত্রের জাল কত লম্বা আর আমাদের সাংগঠনিক শক্তি ও নেতৃত্ব কত লম্বা। সাংগঠনিকভাবে তাদের পরাস্ত করব। কার্যালয় কেনার উদ্যোগ নিলেও চুক্তি অনুযায়ী এই কার্যালয় আমাদের। এই কার্যালয়ের সামনেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে। পুলিশ ভাইদের বলব, আপনারা সরে যান।’

পুলিশের হামলার অভিযোগ তুলে নুর বলেন, ‘আমাদের অনেক নেতাকর্মী পুলিশের লাঠিচার্জ ও মারধরে আহত। এখন তারা চিকিৎসা নেবে। একজন নেতাকর্মীকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়, আমরা প্রত্যেকে স্বেচ্ছায় কারাবরণ করব। আপনারা দেখছেন, আমাদের একজন নারী সহকর্মী অজ্ঞান হয়ে পড়ে গেছেন।’

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here