Tuesday, November 28, 2023
Homeস্পটলাইট২৫ অক্টোবর দেশব্যাপী হরতাল

২৫ অক্টোবর দেশব্যাপী হরতাল

মানুষের জন্য ডেস্ক: লুটপাট,ভোটডাকাতি, অত্যচার ও অনাচারের প্রতিবাদে আগামী ২৫ অক্টোবর অর্ধদিবস হরতাল ডেকেছে সর্বজন বিপ্লবী দল। রবিবার (৯ অক্টোবর) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দিয়েছে সর্বজন বিপ্লবী দল। সূত্র: বাংলাভিশন টিভি

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া, ডিজিটাল আইন বাতিল এবং একটি ‘জাতীয় সরকার’ এর অধীনে ভোটকেন্দ্র দখলমুক্ত ও কালো টাকামুক্ত নির্বাচন দাবী করছি। আমরা স্বতন্ত্র প্রার্থীদের ১% প্রকাশ্য অগ্রীম ভোটের ১২(৩)এ ধারা এবং দল নিবন্ধনের নিপীড়ন মূলক ৯০বি(১)এ ধারা বাতিল করে নির্বাচন কালো আইন মুক্ত করার দাবী করেছি।

সকল গণতন্ত্রকামী দলকে ২৫ অক্টোবর হরতালকে সমর্থন দেওয়ার আহ্বান জানায় দলটি। এছাড়াও আগামী ১৫ অক্টোবর বিকেল ৪টা-৫টা শাহবাগ জাদুঘরের সামনে সমাবেশ করবে সর্বজন বিপ্লবী দল।

এরপর দিন আগামী ১৬ অক্টোবর বিকেল ৪টা-৫টা, পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে প্রেস ব্রিফিং করবেন দলটির নেতাকর্মীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments