Tuesday, November 28, 2023
Homeস্পটলাইটসড়ক দূর্ঘটনায় শ্যালিকা আহত, দুলাভাই নিহত

সড়ক দূর্ঘটনায় শ্যালিকা আহত, দুলাভাই নিহত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে শ্যালিকাকে নিয়ে পিকনিকে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নুরনবী ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের রেলগুমটি এলাকায় এ ঘটনা ঘটে।

নুরনবী ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে। আহত শ্যালিকার নাম হোসনে আরা বেগম (২০)। তিনি হাকিমপুর উপজেলার জালালপুর এলাকার এমদাদুল হকের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, হাকিমপুরের জালালপুর থেকে একটি বাসে করে স্বপ্নপুরী পিকনিক স্পটে যাচ্ছি একটি গ্রুপ। তাদের সাথে পিকনিকে অংশ নিতে মোটরসাইকেলে শ্যালিকা হোসনে আরাকে নিয়ে স্বপ্নপুরি যাচ্ছিলেন দুলাভাই নুরনবী।

মোটরসাইকেলটি বিরামপুর রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments