Wednesday, November 29, 2023
Homeদেশের খবরস্কুলে যাওয়ার পথে শিক্ষিকাকে ছুরিকাঘাত’, সাবেক স্বামী গ্রেপ্তার

স্কুলে যাওয়ার পথে শিক্ষিকাকে ছুরিকাঘাত’, সাবেক স্বামী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের একজন স্কুলশিক্ষিকার বুকে-পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকার সাবেক স্বামী মো. আতিকুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার। তিনি বলেন, প্রকাশ্যে নারীকে ছুরিকাঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আহত শিক্ষিকার নাম রুনা খানম (৩৪)। তিনি সদর উপজেলার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত। তাঁর বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে। তিনি শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন।

গ্রেপ্তারকৃত আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। তিনি দাবি করেছেন, রুনা খানম তাঁর স্ত্রী ছিলেন। গত ২০২১ সালের ১৮ জুলাই তাঁদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারণে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, সকাল ১০টার কিছু আগে রোনাল্ডস রোডের বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে সাধনার মোড়ে ওই শিক্ষিকার পথ রোধ করে পেটে ও বুকে ছুরিকাঘাত করেন আতিকুর রহমান।

এ সময় জখম হয়ে রক্তাক্ত অবস্থায় শিক্ষিকা রুনা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। ওই শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশালে পাঠিয়েছেন। এদিকে ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিআই শাখাওয়াত স্থানীয়দের সহযোগিতায় হাতে রক্তমাখা ছুরিসহ আতিকুর রহমানকে আটক করে থানায় সোপর্দ করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেহেদী হাসান সাগর বলেন, ‘রোগীর পেট ও স্তনসহ শরীরের চার জায়গায় জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর রক্তচাপ নিচে নেমে গেছে। তাই তাঁকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুনাহার বেগম বলেন, ‘আমাদের স্কুলের শিক্ষিকা রুনা খানমকে কুপিয়ে জখম করার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments