সৌদিতে সন্তান ২০ দিন স্কুল ফাঁকি দিলে বাবা-মায়ের জেল

0
289

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি:সৌদিতে কোনো কারণ ছাড়া ২০ দিন সন্তান স্কুলে না গেলে হাজতবাসের মতো সাজা ভোগ করতে হতে পারে ছাত্রছাত্রীদের অভিভাবক বাবা-মায়েদের ।এমন ঘোষণা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, কোনো শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত থাকে তাহলে তাদের প্রাথমিক সতর্কতা জারি করা হবে।পরে তাদেরকে কাউন্সিলরের কাছে পাঠানো হবে।পাঁচ দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি হবে।আর যদি কোনো শিক্ষার্থী ২০দিন স্কুলে অনুপস্থিত থাকে,তাহলে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন।পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করবেন।

এ বিষয়ে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে পাবলিক প্রসিকিউশন অফিস তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা করতে পারবেন। আদালত তদন্ত সাপেক্ষে অভিভাবকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশও দিতে পারবেন।

২০দিনের পরেও অনুপস্থিতি ছাড়িয়ে গেলে এ ব্যাপারে শিক্ষা বিভাগ শিশু সুরক্ষা আইন প্রয়োগ করবে।সে ক্ষেত্রে অভিভাবকদের হাজতবাসও হতে পারে। মূলত শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে অবহেলার কারণে তাদের এ শাস্তি ভোগ করতে হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here