Tuesday, November 28, 2023
Homeস্পটলাইটসৌদিতে আজ ঈদুল ফিতর, বাংলাদেশে হতে পারে কাল

সৌদিতে আজ ঈদুল ফিতর, বাংলাদেশে হতে পারে কাল

সৌদি আরবের আকাশে গতকাল বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন হবে সৌদি আরবে।

আরব নিউজ ও গালফ নিউজ জানায়, সৌদি আরবের তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।সৌদি সুপ্রিম কোর্ট এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আজ শুক্রবারকে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।

আল–আরাবিয়া জানিয়েছে,সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে।এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।

এদিকে আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।সময়ের হিসাবে বাংলাদেশে মূলত সৌদি আরবের পর দিন ঈদ উদযাপিত হয়।

এর আগে ওমান আগামীকাল শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের ঘোষণা দেয়। পাশাপাশি শাওয়াল মাসের চাঁদ দেখা না দেওয়ায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ব্রুনেই ও অস্ট্রেলিয়া শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়।মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে। দেশটির ‘দ্য কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ একই ঘোষণা দিয়ে বলেন, মালয়েশিয়ার মুসলিমরা আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

সিএনএন ইন্দোনেশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় ১৪৪৪ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে ইন্দোনেশিয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments