সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু

0
698

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিষধর সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন গ্রামের পশ্চিম পাড়ার ইব্রাহিমের স্ত্রী আয়েশা খাতুন (২৫) ও তার সাত মাসের মেয়ে নুসরাত জাহান।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে প্রথমে আয়েশা খাতুনকে ঘুমের মধ্যে সাপ কামড় দিলে তিনি ঠিকমতো বুঝতে পারেননি। কোনো পোকা মাকড় ভেবে আবার ঘুমিয়ে পড়েন তিনি।

পরে মেয়েকে কামড় দিলে বিষয়টি বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য মা ও মেয়েকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু চিকিৎসা শুরুর আগেই প্রথমে মেয়ের এবং পরে মায়ের মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর কালচে রঙের একটি সাপ (কানাচ) দেখতে পায় এবং সেটিকে পিটিয়ে মেরে ফেলে।

কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান ঝন্টু বিশ্বাস জানান, বিষধর সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ভবানীপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here