হারলেই টুর্নামেন্ট শেষ। এর থেকে চাপের বাক্য বোধহয় একটা দলের জন্য হতে পারে না। এমন সমীকরণ মাথায় নিয়েই আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ সামলে রানের পাহাড় গড়েছে টাইগাররা। ৩৩৫ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাটিং করছে আফগানিস্তান।
বাংলাদেশ- ৩৩৪/৫ (৫০.০ ওভার)
আফগানিস্তান- ৮৯/২ (২০.৩ ওভার)
রহমতকে বোল্ড করলেন তাসকিন:
ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যাচ্ছিলেন রহমত শাহ-ইব্রাহিম জাদরান জুটি। অবশেষে রহমতকে বোল্ড করে সেই জুটি থামালেন তাসকিন।
এফএস