Tuesday, November 28, 2023
Homeসারাবিশ্বযুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ডেনমার্কে করোনার নতুন ধরন শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে নতুন এই ধরনের প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছুই জানতে পারেনি তারা। শনাক্তের বিষয়টি শুক্রবার ডব্লিউএইচও এবং মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

ডব্লিউএইচও নতুন এই ধরনটিকে আলাদাভাবে নজরদারিতে রেখেছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ভ্যারিয়েন্টটিকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখার কথা নিশ্চিত করেছে।

ডাব্লিউএইচও বলেছে, নতুন এই ধরনের মাত্র চারটি পরিচিত ধাপ রয়েছে। বাকি সবকিছু এখনো অজানা। তাই অতি সতর্কতার সঙ্গে এর ওপর গবেষণা করা হচ্ছে। সংস্থাটি সব মিলিয়ে ১০টির বেশি নতুন ধরন এবং তাদের বংশধরদের ওপর নজর রাখছে।

তবে করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বের অধিকাংশ দেশই এ সংক্রান্ত বাড়তি সতর্কতা থেকে সরে এসেছে। এখন আর অতটা প্রাণঘাতি না থাকায় করোনা সংক্রান্ত কোনো বিধিনিষেধই বিশ্বের বেশিরভাগ দেশে পালন করা হচ্ছে না। কিন্তু ডব্লিউএইচও এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়ে সতর্কতার সহিত পর্যবেক্ষণে রাখার আহ্বান জানিয়েছে।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments