Tuesday, November 28, 2023
Homeখেলামেসির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা

মেসির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্কঃ জিতলে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। হারলে বিদায়। নকআউটের ওই লড়াইয়ে প্রথমার্ধে অস্ট্রেলিয়ার জালে গোল দিয়েছেন এক হাজারতম ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। তার ৩৪ মিনিটের গোলে ১-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা। মেসির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল আর্জেন্টিনা।

লিওনেল মেসি এক হাজারতম ম্যাচ খেলতে নেমেছেন। অথচ দীর্ঘদিনের সহচর অ্যাঞ্জেল ডি মারিয়া নেই একাদশে। ইনজুরি শঙ্কা কাটিয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচে ছিলেন তিনি। ভালো ছন্দেও ছিলেন। তবে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারছেন না ডি মারিয়া। ।

এই উইঙ্গারের বদলে আর্জেন্টিনার একাদশে জায়গা পেয়েছেন পাপু গোমেজ। এর বাইরে পোল্যান্ডের বিপক্ষে একাদশই রেখেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চায় লিওনেল মেসিরা। অন্যদিকে শক্তি সামর্থ্যে পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী অস্ট্রেলিয়া। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলছে আর্জেন্টিনা। ৪-৪-২ ফরমেশনে নেমেছে অস্ট্রেলিয়া।

আর্জেন্টিনা একাদশ (৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, পাপু গোমেজ।

অস্ট্রেলিয়া একাদশ (৪-৪-২): ম্যাট রায়ান, ডেগেনেক, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, বাকুস, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ম্যাকগ্রি, ম্যাথু লেকি, মিচেল ডিউক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments