Tuesday, November 28, 2023
Homeখেলামেসিকে ব্রাজিলে আমন্ত্রণ, দেওয়া হবে বিশেষ সম্মান

মেসিকে ব্রাজিলে আমন্ত্রণ, দেওয়া হবে বিশেষ সম্মান

স্পোর্টস ডেস্ক:- ৩৬ বছরের খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক লিওনেল মেসিকে আমন্ত্রণ জানিয়েছে তাদের চির প্রতিদ্বন্দী ব্রাজিল।

জানা গেল, তাদের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের ‘হল অফ ফেমে’মেসির নাম যুক্ত করা হবে। যে কারণে তার পায়ের ছাপ লাগবে ।

মারাকানা স্টেডিয়ামের পরিচালনাকারী রিও ডি জেনেইরোর প্রাদেশিক ক্রীড়া সুপারিনটেনডেন্টস মেসিকে এ আমন্ত্রণ জানিয়েছেন। সুপারিনটেনডেন্টসের সভাপতি আদ্রিয়ানো সান্তোস মেসির কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আর্জেন্টাইন এফএ’র মাধ্যমে।

আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘মেসি এরই মধ্যে মাঠ ও মাঠের বাইরে তাঁর গুরুত্ব দেখিয়েছেন। তিনি এমন খেলোয়াড়, যিনি ফুটবলের বহু বছরের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে। তাকে মারাকানায় শ্রদ্ধা জানানোর চেয়ে উপযুক্ত কিছুই আর হতে পারে না। ’

মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে সাড়া দিয়ে ব্রাজিলে যান, তাহলে বিরাট সম্মানে ভূষিত হবেন তিনি। ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তাঁর পায়ের ছাপও থাকবে মারাকানায়।

ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনালদো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মারাকানায় গিয়ে পায়ের ছাপ দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments