ইতিমধ্যে ফিফটি স্পর্শ করা ইব্রাহীম জাদরান ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন বাংলাদেশের জন্য। তাকে ফেরাতে দরকার ছিল বিশেষ কিছু! আর সেটাই করলেন মুশফিকুর রহিম।
হাসান মাহমুদের বলে উইকেটের পিছনে উড়ন্ত ক্যাচ নিয়ে জাদরানকে ফেরান তিনি। ২৮ ওভারে আফগানদের সংগ্রহ ১৩৮ রান।
হারলেই টুর্নামেন্ট শেষ। এর থেকে চাপের বাক্য বোধহয় একটা দলের জন্য আর হতে পারে না। এমন সমীকরণ মাথায় নিয়েই আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ সামলে রানের পাহাড় গড়েছে টাইগাররা। ৩৩৫ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাটিং করছে আফগানিস্তান।
বাংলাদেশ- ৩৩৪/৫ (৫০.০ ওভার)
আফগানিস্তান- ১৫৪/৩ (৩০.৫ ওভার)
এফএস