Saturday, December 9, 2023
Homeসারাবিশ্বমিশরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২১

মিশরে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক- মিশরের দাকাহালিয়া প্রদেশে আজ শনিবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন। স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কায়রো থেকে প্রায় ৬২ মাইল (১০০ কিলোমিটার) উত্তর-পূর্বে দাকাহলিয়া প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। চলন্ত বাসটি এক ক্যানেলে পড়ে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা শেরিফ মাকীন বলেন, নিহতদের মধ্যে তিনজন শিশুও আছে। প্রদেশটির গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, বাসের চালক সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এই নিয়ে আরও তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments