মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, মাগুরা: মাগুরার শ্রীপুরে বজ্রপাতে ৩জন কৃষক মারা গেছে। বুধবার দুপুরে শ্রীপুরের চর চৌগাছি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবারে পাটের ক্ষেতে কাজ করতে আসে চর চৌগাছি গ্রামের শাহাদাত হোসেন (৫৬), নিজাম শেখ (৬০), মোহাম্মদ আলী (৫৫) নামে তিন কৃষকসহ আরো কয়েকজন কাজ করছিলো। দুপুরে হঠাৎ করে আকাশে মেঘ জমে ও হালকা বৃষ্টি হয়। এসময় বজ্রপাতে উল্লিখিত নামের ৩জন মারা যায়।
এছাড়াও নজরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছে। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এঘটনায় শ্রীপুর থানার তদন্ত ওসি লিটন কুমার সরকার বজ্রপাতে ৩জন কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান খবর পেয়ে শোকাহত পরিবারের প্রতি পুলিশের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফএস