মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, মাগুরা: জেলার শালিখা উপজেলার আড়পাড়া-শালিখা সড়কের আড়পাড়া বাজারের গ্রামীণফোন টাওয়ারের সামনে বালুভর্তি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩মার্চ) রাত ৮টার দিকে এই মর্মান্তিক দূঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।
নিহত শাহাবুর শালিখা উপজেলার ঝুনারী গ্রামের নূর মহম্মদ মোল্যা ও শাকিব হোসেন একই গ্রামের শামীমুর রহমান মোল্যার পুত্র।
স্থানীয়রা জানায়, আড়পাড়া বাজারের দাতের চিকিৎসক সাহাবুর রহমান (৪০) ও কাপড়ের দোকানের কর্মচারী শাকিব হোসেন (২৫) নামে দুজন নিহত হয়েছে। তাদের দুজনের বাড়ি স্থানীয় জুনারি গ্রামে। সন্ধায় মোটরসাইকেল যোগে বাজার থেকে তাদের গ্রামের বাড়ি জুনারী যাওয়ার পথে দাউদ মুন্সীর রাইচ মিল পার হয়ে গ্রামীণফোন টাওয়ারের সামনে পৌছালে শালিখা-আড়পাড়া গামী ওষুধের কার্ভড ভ্যানকে সাইড দিতে গিয়ে বালু ভর্তি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন নিহত হয়।
এসময় শালিখা থানা পুলিশ ট্রাকসহ ওই গাড়ি চালক হানিফ মোল্যাসহ পিকআপ ভ্যান আটক করে। তবে পিকআপ ভ্যানের ওই চালক এবং হেল্পারকে আটক করতে পারেনি পুলিশ। তারা দু্জন পালাতক রয়েছে বলে জানা গেছে।
এঘটনায় শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশাররফ হোসেন জানান, দূর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজন কে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাক চালক সহ পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এফএস