ভালুকা পৌর শহরে বৃষ্টি হলেই হাটু পানি

0
175

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহ জেলার ভালুকা পৌরশহরের ৪নং ওর্য়াডে অল্প বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীসহ যানবাহনের চালকেরা। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পানি জমে যায় প্রায় হাঁটু পর্যন্ত। কাদাযুক্ত পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে লোকজন ও যানবাহনকে।

এলাকাবাসীর ভাষ্য, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে। অপরিকল্পিত ড্রেন নির্মাণই জলাবদ্ধতার অন্যতম কারণ। বাড়ির ভেতরও পানি ঢুকে যায়। ড্রেনে ফেলা ময়লা ও পয়োবর্জ্য মিশ্রিত পানিতে ডুবে যায় শহরের বিভিন্ন এলাকা। দীর্ঘ সময়েও এই সমস্যার সমাধান হয়নি।

শহরবাসীর অভিযোগ পৌরসভার পক্ষ থেকে নিয়মিত ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় সামান্য বৃষ্টি হলেই শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান খান বলেন, সামান্য বৃষ্টি হলেই পাকা সড়কে পানি জমে। সেই পানি দু-এক দিনের মধ্যে নামে না। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি জমে কাদাযুক্ত হয়ে যায়। বর্ষা মৌসুম এলেই এ দুর্ভোগের পড়েন এই সড়কে চলাচলকারী লোকজন ও যানবাহনের চালকেরা। পানি জমে থাকার কারণে যাত্রী ও চালকদের ভোগান্তি হচ্ছে।

একই স্থানীয় বাসিন্দা সুরুজ মেম্বার বলেন, ৪নং ওর্য়াড সড়কেই শুধু এ জায়গায় সমস্যা। একটু বৃষ্টি হলেই এ জায়গায় হাঁটু পর্যন্ত পানি জমে থাকে। এক দিনের মধ্যে পানি আর কাদায় একাকার হয়ে যায়। পানি জমে থাকায় এ জায়গায় সড়কটি বারবার খানাখন্দ হয়। পানি জমে থাকার কারণে এ জায়গায় ভোগান্তিতে পড়তে হয়। এ জায়গার পানি নেমে যাওয়ার ব্যবস্থা করে দিলেই আর পানি জমত না। পৌর কৃর্তপক্ষের উদাসীনতার কারণে এই সমস্যা গুলো সৃষ্টি হচ্ছে।

তবে পৌর কর্তৃপক্ষের দাবি মানুষের সচেতনতার অভাবে শহরে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে। তাদের দাবি পর্যাপ্ত ডাষ্টবিন থাকা সত্ত্বেও শহরের বিভিন্ন মহল্লার কিছু কিছু মানুষ তাদের বাসা বাড়ির বর্জ্য ডাস্টবিনে না ফেলে ড্রেনে ফেলে দেয়ায় ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। যার দরুন শহরে বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here