বিএনপির সভায় আ. লীগের হামলা,গুলি

0
124

কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির কর্মী সভাস্থলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপি আয়োজিত সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গুলিও ছুড়েছে বলে অভিযোগ উঠেছে।

বেলা আড়াইটার দিকে ইউনিয়নের গৈয়ারভাঙা বাজার ও উন্দানিয়া গ্রামস্থ বিএনপি নেতা মফিজুর রহমানের বাড়িতে আয়োজন করা সভাস্থলে এ ঘটনা ঘটে। হামলায় বিএনপির দুজন গুলিবিদ্ধসহ অন্তত ২২ জন আহত হয়েছে।

এরই মধ্যে গুলিবিদ্ধ ব্যক্তিদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। তবে আওয়মী লীগের নেতাকর্মীরা এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, বিএনপির নেতাকর্মীরা উল্টো তাদের ওপর হামলা চালিয়েছে।

এদিকে হামলার সময় উন্দানিয়া গ্রামে বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলেও অভিযোগ করেছে দলটির নেতাকর্মীরা।

এ সময় কয়েকটি মোটরসাইকেল ও শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়।

বিএনপির নেতাকর্মীরা জানায়, শনিবার বেলা ৩টায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের বাড়িতে কর্মী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর। দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্লাহর নেতৃত্ব আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী গৈয়ারভাঙা বাজারে অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করে।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here