Tuesday, November 28, 2023
Homeসুখবর প্রতিদিনবাগেরহাটে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৬০ জন শিক্ষার্থী

বাগেরহাটে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৬০ জন শিক্ষার্থী

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল মেধাবী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ৩৬০ জন শিক্ষার্থীর মাঝে এ ট্যাব বিতরণের করা হয়।

বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এই ট্যাব পেল।

জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. রাসিউল ইসলামের সভাপতিত্বে ট্যাব বিতরণের অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বাগেরহাটের ২৯৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ১ হাজার ৭৮২ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাব বিতরণ করা হয়।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments