বিনোদন ডেস্ক- বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকা আসা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় এসেছেন তিনি।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে অংশ নেন এই বলিউড নৃত্যশিল্পী।
দিলবার দিলবার গানের তালে মঞ্চে উঠেন রাত সাড়ে নটায়। উঠেই জানান শুভেচ্ছা। বলেন, ঢাকায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। দ্বিতীয়বারের মতো আমার এখানে আসা। উপস্থিত সবাইকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বলেন, এতো সুন্দর রাতের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আবার আসতে চান বলেও জানান- এই অভিনেত্রী।
মঞ্চে প্রায় ৩০ মিনিটের মতো উপস্থিত থাকলেও কোনো পারফর্ম করতে দেখা যায়নি তাকে।
বক্তব্য শেষে নোরা ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা।
উল্লেখ্য, এক দিনের সফরে ঢাকায় এসেছেন নোরা। ফিরে যাবেন ১৯ নভেম্বর সকালে। নোরা ফাতেহি নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেবেন। অনুষ্ঠানস্থলে নোরার কার্যক্রমের ভিডিও ধারণের মাধ্যমে তথ্যচিত্র নির্মাণ হবে।