Tuesday, November 28, 2023
Homeফিচারবরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের কমি‌টি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার (১৫ মে) রা‌তে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়‌টি নিশ্চিত করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, তিনমাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হ‌য়ে‌ছি‌লো। দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত কর‌তে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক করে ৩২ সদস্যের কমিটি তিনমাসের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার নৌকার কর্মীর উপর হামলার মামলায় মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহমেদ মান্না সহ তার অনুসারী ১৩ জন‌কে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর সোমবার কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments