স্টাফ করেসপন্ডেন্ট:মাদারীপুর-২ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, ১৪ বছর আগে দেশের কোন অবকাঠামো উন্নয়ন ছিলনা, আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ক্ষমতায় আসায় এদেশে অবকাঠামো উন্নয়ন হয়েছে।
আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা কারণেই পদ্মা সেতু হয়েছে। ঢাকা যেতে আমাদের কত সময় নস্ট ও কস্ট হতো সেটা কিন্ত এখন হচ্ছে না।
আজ শুক্রবার (১০মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের রাজ্জাক হাওলাদার একাডেমির ৪৪ তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
রাজ্জাক হাওলাদার একাডেমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফয়সাল আহমেদ মিঠু হাওলাদারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুশার বিয়া ভূঁইয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম ফারুক হাওলাদারসহ শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
এফএস