ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের তরুণ গায়ক তাশরিফ খান। বেঁকে গেছে তার মুখের একপাশ। গায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লাইভে এসে তথ্যটি নিশ্চিত করেছেন।
দু’দিন আগে এ বিষয়ে জানানোর পর মঙ্গলবার রাতে লাইভে এসে তাশরিফ বলেন, হঠাৎ করেই আমি ফেসিয়াল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছি। ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, এই বিষয়টি বোঝার পরেই আমি দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছেন, ফেসিয়াল প্যারালাইসিস হলে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়। সামান্য সময় এই রোগটিকে সঙ্গে নিয়ে চলতে হবে।
চিকিৎসকদের পরমর্শ অনুযায়ী তিনি ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তাশরিফ।