ফুলবাড়ীতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা

0
487

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা করায় এক বখাটে যুবকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্য রাবাইটারী এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধায় ফুলবাড়ী থানায় গিয়ে বখাটে যুবক মমিনুল ইসলাম টোনা (৩৮) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধু (৩৪)। বখাটে যুবকের বাড়ী একই এলাকার মৃত মেছের উদ্দিনের ছেলে।

অভিযোগ সুত্রে জানা গেছে, বখাটে যুবক মমিনুল ইসলাম ওরপে টোনা প্রায়ই সময় ওই গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসতেন। এক পর্যায়ে ওই গৃহবধুর স্বামী জীবন জীবিকার তাগিদে গত ১৫ আগষ্ট বগুড়ায় শ্রমিকের কাজ করার জন্য যান। স্বামী বাড়ীতে না থাকার সুবাদে ২৪ আগষ্ট গভীর রাতে বসত বাড়ীর দক্ষিণ ভিটার উত্তর দুয়ারী চৌ-চালা টিনের শয়ন ঘরের দরজা কৌশলে খুলে ঘরের ভিতরে প্রবেশ করে।

এরপর বখাটে যুবক গৃহবধুর চরিতার্থ করার জন্য শরীরের কাপড় খুলে স্পর্শ কাতর অঙ্গে হাত দিয়ে ধর্ষনের চেষ্টা করলে বালিশের নিচে থাকা টর্চ লাইট জ্বালিয়ে নিজেকে আত্মরক্ষার করার পাশাপাশি ঘরে ঢোকা যুবককে চিনতে পারেন। পরে গৃহবধু স্বজোড়ে চিৎকার করলে দৌড়ে পালানোর সময় স্থানীয় বিপ্লব মিয়া, আব্দুস সামাদ তাকে আটক করার চেষ্টা করলে বখাটে যুবক ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যান।

স্থানীয় বিপ্লব মিয়া ও আব্দুস সামাদ জানান, রাতের অন্ধকারে বখাটে যুবক মমিনুল গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা চালান। বখাটে যুবক এলাকায় মহিলাদের একাকী পাওয়া মাত্রই অশ্লীল অঙ্গ-ভগ্নি করেন। তার ব্যবহারে এলাকাবাসী অতিষ্ঠ। তাই আমরা বখাটে যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির বাদী জানাচ্ছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here