স্পোর্টস ডেস্কঃ লিওনেল স্কালোনি কৌশলী কোচ হিসেবে পরিচিতি পেয়েছেন। কাতার বিশ্বকাপের ছয় ম্যাচে দলকে ছয় কৌশলে খেলিয়েছেন তিনি। ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও তা পর্যবেক্ষণ করেছেন। মেসিদের কোচ কখনও পজিশন প্লেয়িং ফুটবল খেলিয়েছেন, কোন ম্যাচে পাঁচ ডিফেন্ডার নিয়েছেন। আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে কাউন্টার অ্যাটাকের ল্যাতিন স্টাইল দেখিয়েছেন।
ফ্রান্সের বিপক্ষে ফাইনালে স্কালোনির কৌশলের মারপ্যাচ দেখাতে হবে। দেশমের দলকে ফাঁদে ফেলতে দরকারের সময় উপযুক্ত এক অস্ত্র হাতে পাচ্ছেন তিনি। আর্জেন্টিনার অভিজ্ঞ ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া পুরোপুরি ফিট হয়ে খেলতে প্রস্তুত। স্কালোনি জানিয়েছেন, ‘ডি মারিয়া এলেইলেবল’। তাকে ঘিরেই নেওয়া হতে পারে কৌশল।
ফাইনালের কৌশল তো ফাঁস করার বিষয় নয়। রুদ্ধদ্বারে অনুশীলন করা আর্জেন্টিনার কোচ স্কালোনি তা ফাঁসও করবেন না। তবে কোচ ফরমেশন নিয়ে ধারণা দিয়েছেন। বিশ্বকাপের ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ী কোচ বলেছেন, ‘একাদশের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। শেষ অনুশীলন হচ্ছে, খেলোয়াড়রাও অল্পক্ষণের মধ্যেই জানতে পারবে। ৫-৩-২ বা ৪-৪-২ এর যেকোন ফরমেশনে আমরা খেলতে পারি। ওটা নির্ভর করবে ম্যাচ পরিস্থিতির ওপর।
আর্জেন্টিনা ৫-৩-২ ফরমেশনে খেললে ডি মারিয়ার শুরুতে খেলার সম্ভাবনা একেবারেই কম। ওই ফরমেশনে তিন সেন্ট্রাল ডিফেন্ডার খেলবেন। লিয়ান্দ্রো মার্টিনেজ থাকবেন শুরুতে। ৪-৪-২ ছকে ডি মারিয়া খেলতে পারেন মিডফিল্ড পজিশনে। সেক্ষেত্রে প্রতিপক্ষের খেলার ধরন বুঝে ফরমেশনে ৪-৩-৩ এ বদলে ফেলার সুযোগ থাকবে।
স্কালোনি বলেছেন, ‘আমরা কীভাবে খেলবো এবং তারা কীভাবে খেলতে পারে তার ওপর ভিত্তি করে আমরা প্রস্তুতি নিয়েছি। আমি চেষ্টা করবো নিজেরা কম ভুগে তাদের আঘাত করতে। প্রতিটা বিভাগে (রক্ষণ টু আক্রমণ) ফ্রান্স দলে বৈচিত্র রয়েছে। আপনি বলের পজিশন নিয়ে খেলেন বা পজিশনের বিরুদ্ধে তা প্রাণঘাতী হতে পারে। আমরা দুটোর জন্যই প্রস্তুতি নিয়েছি।
ফাইনাল ম্যাচে সব আলো আর্জেন্টিনার লিওনেল মেসি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের ওপর। ম্যাচটাকে মেসি বনাম এমবাপ্পের লড়াইও বলা হচ্ছে। তবে আলবিসেলেস্তে কোচ স্কালোনির মতে, ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যে হবে, মেসি-এমবাপ্পের মধ্যে নয়। দু’দলেরই ওই দুই তারকার বাইরে অস্ত্র আছে। এমবাপ্পেকে দল হিসেবে থামাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।