Wednesday, November 29, 2023
Homeস্পটলাইটফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল এনজিও কর্মকর্তার মরদেহ

ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল এনজিও কর্মকর্তার মরদেহ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল অধীর কুমার বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ। সে উপজেলার কামারখালী শাখার ব্র্যাক এনজিও, বিসিইউপি প্রকল্পে ম্যানেজার পদে চাকুরী করতেন।

শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর এলাকা থেকে ওই এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অধীর রাজবাড়ী জেলার লক্ষীনারায়পুর গ্রামের শ্রী মাখন লাল বিশ্বাসের ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মধুখালী থানায় নিয়ে যায়।

জানা গেছে, কামারখালী শাখার ব্র্যাক এনজিও, বিসিইউপি প্রকল্পে ম্যানেজার পদে চাকুরীর সুবাদে মছলন্দপুর হিন্দুপাড়া গ্রামের প্রভাষ মিত্রের বাড়িতে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) অফিসের কাজ শেষে ভাড়া বাসায় এসে রাত অনুমান ১১ টা পর্যন্ত অফিসের কাজকর্ম করেন। বাড়ির মালিক দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়তে বললে তিনি পরে দরজা বন্ধ করে দেন। পরেরদিন শুক্রবার সকাল ৯ টার দিকে বাড়ির মালিক অধীর কুমার বিশ্বাসের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পাওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে দেখতে পান অধীর কুমার বিশ্বাস খাটের উপর প্লাস্টিকের চেয়ারের মাধ্যমে ঘরে থাকা সিলিং ফ্যানের আংটার সাথে নাইলনের রশি দেওয়া গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০ টায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments