Tuesday, November 28, 2023
Homeচিত্র বিচিত্রপ্রিয়জনের মান ভাঙাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যানার

প্রিয়জনের মান ভাঙাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যানার

স্টাফ করেসপন্ডেন্ট: এ কোন সিনেমার দৃশ্য নয়, বাস্তবে প্রিয়জনের মান ভাঙাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টানানো হয়েছে ব্যানার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই ব্যানারের ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে ইতিবাচক মন্তব্যই বেশি করতে দেখা গেছে নেটিজনদের। তবে কেউ কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন।

ব্যানার টানানোর ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায়। তবে আরও কয়েক স্থানে এ রকম ব্যানার দেখা গেছে।

ছবিটিতে দেখা যায়, টানানো ব্যানারে ইংরেজি বড় অক্ষরে লেখা রয়েছে, ‘হ্যাপি বার্থডে টু মাই প্রিন্সিসেস স্নাইপার’। একই সঙ্গে লেখা রয়েছে— ‘আই এম স্যরি’! তবে ব্যানারটি কে লাগিয়েছে এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

ব্যানার টানানোর বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ব্যানার নিয়ে বেশ হইচই পড়ে গেছে। বিভিন্ন পেজে শেয়ার হলে তরুণ-তরুণীদের মন্তব্য করতে দেখা গেছে। মন্তব্যের ঘরে মোহাম্মদ সুজন লিখছেন, ‘ব্যানারের সাথে কেক নিয়ে থাকলে স্বার্থক হতো’। কবিতা নামে একজন লিখেছেন, ‘এই হতভাগাটাকে জানার ও দেখার আগ্রহ জন্মেছে’। আরিশা হোসেন তন্মি মন্তব্যে লিখেছেন ‘সব দোষ পাবনা মেন্টাল হাসপাতালের দারোয়ানের, দায়িত্ব অবহেলার কারণে মাঝে মাঝে এসব পাগল বাহির হয়ে আসে’। সেই অভি নামে একজন লিখেছেন, ‘নিশ্চয়ই সময়মতো উইশ করে নাই, তাই শাস্তি’।

এ ব্যাপারে সংবাদকর্মী সাকিব আল হাসান জানান, বিষয়টি কয়েকদিন থেকে ফেসবুকে বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে বিষয়টি উঠে আসছে। তবে কি কারণে কে ব্যানার টানিয়েছে, এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ব্যানারের ভাষা অনুযায়ী তরুণ-তরুণীর মধ্যকার ভালোবাসার বিষয় উঠে আসছে।

ডেন্টাল কলেজের শিক্ষার্থী মনিষ জানান, কলেজে যাতায়াতে লক্ষ করছি ব্যানারটি। ব্যানারটি দেখে মনে হাসি পায়। এরকমও ভালোবাসার পাগল রয়েছে। যাই হোক এটি একটি সৃজনশীল চিন্তা। বেশ উপভোগ্য।

ডিআরবি পেজের এডমিন শাহরিয়ার মিম জানান, পেজে ব্যানারের ছবিটি দেওয়ার পর নেটিজেনরা হুমড়ি খায় মন্তব্যে। ভালো-মন্দ সব ধরনের কমেন্ট করে তারা।

সব মিলিয়ে ভালোবাসার মানুষকে জন্মদিনে এরকম ব্যতিক্রমী ব্যানার টানিয়ে উইশ করাকে ইতিবাচক হিসেবেই দেখছেন এ প্রজন্মের তরুণ প্রজন্মরা।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments