গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সুত্র: আরটিভি
নিহত ব্যক্তি পৌর বাজারের কাপড় ব্যবসায়ী লিটনের বড় ছেলে কাব্য (১৬)। তিনি গোবিন্দগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার (৩০ এপ্রিল) থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসির পরীক্ষার্থী ছিল যমজ দুই ভাই কাব্য ও তীর্থ। বাবা-মায়ের ওপর অভিমান করেই সবার অজান্তে কাব্য আত্মহত্যা করেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষার প্রস্তুতি ভালো না হওয়ায় কাব্য আত্মহত্যা করেছে।
এফএস