Wednesday, November 29, 2023
Homeসারাবিশ্বপ্রবাসী কর্মীদের স্বামী বা স্ত্রীকেও কাজ দেবে সৌদি আরব

প্রবাসী কর্মীদের স্বামী বা স্ত্রীকেও কাজ দেবে সৌদি আরব

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি: সৌদি প্রবাসী কর্মীদের জন্য নতুন সুসংবাদ দিল মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরব। দেশটিতে কর্মরত প্রবাসী পুরুষ এবং নারী কর্মীরা এখন থেকে সৌদিআরব নিয়ে যেতে পারবেন তাদের স্বামী অথবা স্ত্রীকেও।

সৌদির গেজেট প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সঙ্গে তাদের সঙ্গীদেরও নিয়োগ দেওয়ার একটি নতুন নীতি চালু করা হয়েছে। তবে এসব নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হবে।

অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন হতে জানা যায়, শুধু স্বামী বা স্ত্রী নয়, সৌদি প্রবাসী নারীদের রক্তের সম্পর্কের আত্মীয়দেরও একই সুবিধা দেবে সৌদিআরব ।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের জন্য এমন নীতির অনুমোদন দিয়েছে। দেশটিতে অর্থনৈতিক কার্যক্রম বিকাশের লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রবাসীদের সঙ্গীদের নিয়োগের জন্য পদ শূন্য থাকার পাশাপাশি অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে।এজন্য তাদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments