প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: আইনমন্ত্রী

0
99

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত জনগণের কাছে কিন্তু আসে না। তারা রাজনীতি করে ঢাকার আমেরিকান দূতাবাস, ব্রিটিশ দূতাবাসে। তারা কিন্তু মনে করে ওই দূতাবাস দিয়ে জনগণের ঘাড়ে উঠতে পারবে।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারীতে যে নির্বাচন হবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানে পরিস্কার বলা হয়েছে নির্বাচন করার জন্যে যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে সেগুলো নির্বাচন কমিশনের অধীনে থাকবে। আর শেখ হাসিনার সরকার দৈনন্দিন কাজ করে যাবে।

মঙ্গলবার বিকালে কসবায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন।

মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর ইনডেমিনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৭ জন সদস্যের হত্যার বিচার শুরু করেন। আমরা দেখেছি সেই বিচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের যতোজনকে পেয়েছি তাদের রায় কার্যকর করেছি। কয়েকজন আসামি বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা জেল হত্যা মামলাও শেষ করেছি। বঙ্গবন্ধু হত্যার পেছনে একটা ষড়যন্ত্র ছিলো।

এখন আমাদের মুল দায়িত্ব হচ্ছে নতুন এবং ভবিষৎ প্রজন্মের কাছে ওই ষড়যন্ত্রের কুশীলবদের চিহ্নিত করা। আমরা প্রতিহিংসার জন্যে একথা বলছিনা। যারা এই ষড়যন্ত্র করেছিল তারা বাংলাদেশের অখন্ডতার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছিলো। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো। তাদের চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here