লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) বিকালে ওই এলাকার আঃ আজিজের বাড়ির পাশের একটি পুকুর থেকে মর্টার শেলটি উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েকজন কিশোর আব্দুল আজিজের বাড়ির পাশে মর্টার শেলটি নিয়ে খেলছিল। পরে আ: আজিজ মর্টার শেল দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ মর্টার শেল উদ্ধার করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা এসে উৎসুক জনতাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে দেই। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয় টি জানানো হয়েছে। গ্রেনেড নিস্ক্রিয়কারী দল এসে মর্টার শেল নিস্ক্রিয় করা হবে।
এফএস