পবিত্র মক্কায় বাংলাদেশি প্রথম হজযাত্রীর মৃত্যু

0
127

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি: পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরব আসা মো. আবদুল ওয়াহিদ (৪৬) নামে এক হজযাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত ওয়াহিদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তার পাসপোর্ট নম্বর এ০৪৬৬৪২২৭।

বুধবার (৩১ মে) পবিত্র হজ পালন করতে আসা আবদুল ওয়াহিদ পবিত্র মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ।

তথ্যে জানা যায়, বেসরকারি খন্দকার ব্রাদার্স নেটওয়ার্ক ট্রাভেলসের মাধ্যমে হজে এসেছিলেন তিনি । এ বছর সৌদি আরবে বাংলাদেশি কোনো হজযাত্রীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ৪৪ হাজার ১৫৬ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৮৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ২৯৭ জন হজযাত্রী সৌদিআরব অবস্থান করেছেন ।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here