Wednesday, November 29, 2023
Homeস্পটলাইটপদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় ২ বাইকচালককে জরিমানা

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় ২ বাইকচালককে জরিমানা

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার ঘটনায় ‍দুই মোটরসাইকেল চালককে ৬ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের নওডোবা এলাকায় মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম ও মো. ইসমাইলকে এই জরিমানা করা হয়।

মুন্সিগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় সেতুর ওপর দাঁড়িয়ে ওই দুই ব্যক্তি ছবি তুলছিলেন। পরে তাদের সেতুতে না থামিয়ে জাজিরা প্রান্তে নিয়ে দুইজনের কাছ থেকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বজলুর রহমান বলেন, কিছু শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এর মধ্যে একটি শর্ত ছিল সেতুতে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ছবি তোলা যাবে না। কিন্তু তারা শর্ত ভঙ্গ করায় ট্রাফিক আইনে এই জরিমানা করা হয়।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments