মানুষের জন্য ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষকালে গুলিতে মকবুল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ৩০ বছর বয়সী মকবুলের পিঠে গুলি লেগেছিল। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বুধবার দুপুরে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে চলা এই সংঘর্ষের সময় আরও ১৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে রনিম, আনোয়ার ইকবাল, রাশেদ, জুয়েল হাসান, খোকন, আরেফিন আহম্মদ, রাব্বি, বিল্লাল, নাজমুল, জহিরের নাম জানা গেছে।
নয়াপল্টনে সংঘর্ষের সময় গুলিতে নিহত ১, আহত ১৮
ভিড় এড়াতে দায়িত্বরত চিকিৎসকরা ভেতরে প্রবেশ করতে না দেয়ায় আহত অন্যদের নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘আহতদের সবাই গুলিবিদ্ধ।’