আলাপ আলোচনার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন
‘খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে তার জীবন সংকটাপন্ন হবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এমন মন্তব্যের জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশ আইনে চলে। আদালত খালেদা জিয়াকে দণ্ড দিয়েছেন। প্রধানমন্ত্রীর মহানুভবতায় শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী বিদেশে গিয়ে চিকিৎসার কোনো সুযোগ নেই। এতে আদালত অবমাননা হবে।
পরে কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কসবা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় যোগ দিয়ে বলেন, বিএনপি, জামায়াত দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র করছে।
কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে শিক্ষক নেতা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল , সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, জেলা পরিষদ সদস্য এমএ আজিজ ও কায়েমপুর ইউনিয়ন চেয়ারম্যান ইখতিয়ার আলম রনি।
এফএস