Wednesday, November 29, 2023
Homeস্পটলাইটনিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে আছেন। বেগম জিয়ার জ্বর কমেছে, রক্তের হিমোগ্লোবিনও বেড়েছে। ডায়েবেটিসসহ অন্য জটিলতাগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন সদস্য গণমাধ্যমকে এসব তথ্য জানান। ওই চিকিৎসক জানান, পরিস্থিতি এমন স্বাভাবিক থাকলে আগামী সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন বিএনপি চেয়ারপারসন।

ওই চিকিৎসক আরও বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডামের অবস্থা কিছুটা ভলোর দিকে। শরীরে যে পানি ছিল তার পরিমাণ কমে আসছে। বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। কেবিনেই তিনি চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই ম্যাডামের স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, লিভারের মতো জটিল সমস্যা তো আছেই। এটার আসলে শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু, একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য তাকে বারবার মাল্টিপুল ডিজিস সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছে তার গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ও স্টাফ রূপা। আর মাসুদ নামে নিরাপত্তারক্ষী গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে খাবার নিয়ে যান।

এর আগে গত জুনেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তাঁকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয়। তখন এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

২০২১ সালে এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments