Wednesday, November 29, 2023
Homeস্পটলাইটদুধ দিয়ে গোসল করা সেই চেয়ারম্যান প্রার্থী হেরে গেলেন

দুধ দিয়ে গোসল করা সেই চেয়ারম্যান প্রার্থী হেরে গেলেন

নির্বাচনে হেরে গেলেন হত্যা মামলার গ্রেপ্তার হয়ে ২৩ দিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করা আলোচিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সেই চেয়ারম্যান হেকমত শিকদার।

তিনি আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতীহীনভানে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল বিপুল সংখ্যক। ঘোষিত ৯ কেন্দ্রের বেসরকারি ফলফলে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ বাহার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন চশমা প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। তিনি পান ৩ হাজার ৫৬৭ ভোট। দুধ দিয়ে গোসল করা সেই আলোচিত চেয়ারম্যান নৌকার প্রার্থী হেকমত শিকদার ৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে তৃতীয় হন।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments