Sunday, December 10, 2023
Homeসারাবিশ্বদুই সন্তান ফেলে লাপাত্তা প্রবাসীর স্ত্রী

দুই সন্তান ফেলে লাপাত্তা প্রবাসীর স্ত্রী

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর গোয়াইপাড়া থেকে দুই সন্তানের জননী সেলিনা আক্তার তুলি (৪৩) নামের এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ননদ কোহিনুর বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সোমবার (৬ মার্চ) সকালে মল্লিকা ৪৪/২ গোয়াইপাড়া আবাসিক এলাকার বাসা থেকে কাউকে কিছু না বলে দুই সন্তানকে রেখে বের হন তুলি। তার পর থেকেই নিখোঁজ তিনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রাতে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, জিডির কপি হাতে পেয়েছি। গৃহবধূর স্বজনদের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি স্বামীর সাথে অভিমান করে ঘর থেকে চলে গেছেন। গৃহবধূর স্বজনদের সাথে কথা বলা হচ্ছে। তার সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments