তেলাপোকার বিষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় বালাইনাশক কোম্পানির কর্মকর্তা গ্রেপ্তার

0
340

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসায় তেলাপোকা মারার স্প্রেতে দুই শিশুর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বালাইনাশক কোম্পানি দ্য পেষ্ট কন্ট্রোলের কর্মকর্তা টিটু মোল্লাকে গ্রেপ্তারের বিষয়টি মঙ্গলবার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় সোমবার রাতে বালাইনাশক কোম্পানি পেষ্ট কন্ট্রোলের কর্মকর্তা টিটু মোল্লাকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুদের বাবা মোবারক হোসেন তুষার সোমবার তিনজনকে আসামি করে একটি মামলা করেছিলেন। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের পর আসামির সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুদিন পর পরিবারটি রোববার ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

পরে তাদের হাসপাতালে নেয়া হয়। সেখানে রোববার সকালে ৯ বছরের শাহিল মোবারত জায়ান মারা যায়। একইদিন রাত ১০টায় মারা যায় ১৫ বছরের শায়েন মোবারত জাহিন।

এ ছাড়া মারা যাওয়া দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here