Sunday, December 10, 2023
Homeস্পটলাইটঢোল-বাদ্য বাজিয়ে দলে দলে বিএনপির সমাবেশে সনাতন ধর্ম্বাবলম্বীরা

ঢোল-বাদ্য বাজিয়ে দলে দলে বিএনপির সমাবেশে সনাতন ধর্ম্বাবলম্বীরা

মানুষের জন্য ডেস্ক: শুক্রবার মধ্যরাত। ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে তখন উৎসব মুখর পরিবেশ। মুহূর্মুহু স্লোগানের পাশাপাশি বাজছে ঢোল-বাদ্য। নেচে গেয়ে আনন্দ-উল্লাস করছেন এক দল সনাতন ধর্ম্বাবলম্বী। তাদের মধ্যে রয়েছে সহস্রাধিক নানা বয়সের নারী।

কেউ নানা ঢঙে সেজেছেন। কারও হাতে শাঁখা, কারও মাথায় সিঁদুর। কেউ বাজাচ্ছে ঢোল, কেউ বাজাচ্ছেন তবলা। কেউ বহন করছেন ব্যানার-ফেস্টুন। গণপরিবহন বন্ধ থাকায় ৬০ কিলোমিটার দূর থেকে ভেঙে ভেঙে নানা কৌশলে আগের রাতে সমাবেশে যোগ দেন তারা।

মিল্টন বৈদ্য নামে এক যুবক জানান, আমি মাদারীপুরের রাজৈর থেকে এসেছি। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনতে এবং এই দুঃশাসন থেকে দেশকে মুক্তি দিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানসহ জাতি-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ একত্রিত হয়েছে।

তিনি আরও জানান, কয়েক হাজার হিন্দু নারী রাত জেগে এখানে এসেছে খালেদা জিয়ার মুক্তির জন্য। প্রথমে ভ্যানে, এরপর ট্রলারে, কার্গোতে, তারপর বাইরোডে ভেঙে ভেঙে সমাবেশে আসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments