Tuesday, November 28, 2023
Homeধর্মটানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ১৬০ শিশু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ১৬০ শিশু

মানুষের জন্য ডেস্ক:- কুমিল্লায় টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে ১৬০ শিশু। ‘পরিবর্তন’ সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার দারোরা, হোসেনপুর, সাকুচ এবং কেগলা গ্রামের ১৬০ শিশু-কিশোরকে এই পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে দারোরা জামেয়া আলতাফিয়া মাদরাসা মাঠে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত শিশুদের হাতে উপহার তুলে দেন।

‘চলো মসজিদে যাই, জামায়াতে শরিক হই’ কার্যক্রমটি সফল করতে ২৮০ জন শিশু অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত ১৬০ শিশু টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে পেরেছে। তাদের উৎসাহিত করতে শুক্রবার অনাড়ম্বর পরিবেশে পূর্বঘোষিত পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়। এরমধ্যে ২২ জনকে বাইসাইকেল, একজনকে সেলাই মেশিন, ৫ জনকে শিক্ষা বৃত্তি, ৯২ জনকে বুক সেলফ ও ৪০ জনকে বই বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গল্লাই ইউপি চেয়ারম্যান ফজলুল করিম, দোল্লাই নোয়াবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূঁইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, পরিবর্তন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হাফেজ ওমর ফারুক মজুমদার, জে এইচ সুমন, ইঞ্জিনিয়ার্স তাফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, কেফায়াত উল্লাহ, সোহেল রানা, আজহারুল ইসলাম, মাওলানা মাহদি হাসান, আহসান উল্লাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments