স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে গতি ফিরেছে। প্রথম দিন উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে স্বাগতিক কাতার পাত্তা পায়নি। দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড।
এরপর গতি ও গোলের লড়াই শুরু হয়েছে নেদারল্যান্ডস ও সেনেগালের মধ্যে। দুই দলই সমানে সমানে লড়াই করলেও শেষ পযন্ত সেনেগালকে ২-০ গোলে হারাল নেদারল্যান্ড।
দুই দলই সমানে সমানে লড়াই করলেও গোল শূন্য সমতায় শেষ হয়েছে প্রথমার্ধ। শেষার্ধেরও বড় সময় কেটেছে গোলশূন্যতায়। শেষ দিকে একটি এবং ৮ মিনিট বাড়তি সময়ের একবারে শেষে গিয়ে আরেকটি গোলের দেখা পেলেন ডাচরা।
শক্তিতে নেদারল্যান্ডস বেশ এগিয়ে। ফুটবল ঐতিহ্যে সমৃদ্ধ ইউরোপের দেশটি। বিশ্বকাপের ফেবারিট বলা হচ্ছে। অন্যদিকে তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা সেনেগাল যে ছেড়ে কথা বলবে না সেটা ম্যাচের প্রথমার্ধে তারা দেখিয়ে দিয়েছে। ডাচদের সমান বলের পজিশন পায়ে রেখেছে।