Tuesday, November 28, 2023
Homeদেশের খবরটাঙ্গাইলে নাশকতার অভিযোগে বিএনপির ছয় নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলে নাশকতার অভিযোগে বিএনপির ছয় নেতা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির সদস্য ইমারত হোসেন, ১নং মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, জামুর্কী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম তাপস, গোড়াই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলমাছ হোসেন ও হাফিজুর রহমান স্বপন।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা করারতকালে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মো, মোশারফ হোসেন বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments