মানুষের জন্য ডেস্ক:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ৭ ক্রস (ছাড়িয়ে) করতো। কিন্তু কোভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কিছুটা পিছিয়ে ৬ দশমিক ১ শতাংশ। সম্প্রতি বিশ্বব্যাংক বলেছে আমাদের জিডিপি খুব ভালো। তাই জিডিপি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরের আম্বরখানা-টুকেরবাজার সড়কের চার লেন নির্মাণ কাজের উদ্বোধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বর্তমান জিডিপি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ সবসময় বাস্তবতার নিরিখে কাজ করে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা কাজ করছি।
মোমেন বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিও খালি থাকবে না। সরকার খাদ্য নিশ্চয়তার চেষ্টা করছে। খাদ্য নিশ্চিত করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।