Tuesday, November 28, 2023
Homeবিনোদনজঙ্গলে গিয়ে বিপাকে অভিনেত্রী 

জঙ্গলে গিয়ে বিপাকে অভিনেত্রী 

বিনোদন ডেস্ক- অভয়ারণ্যে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।

জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের সাতপুরায় বাঘ সংরক্ষণ প্রকল্প রয়েছে। সেখানে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়ার নিয়ম থাকলেও অভিনেত্রী গাড়ি নিয়ে প্রকল্পের অনেক গহিনে চলে যান। আর এতেই বিপত্তি হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ২২ নভেম্বর মধ্যপ্রদেশের ওই জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন রাভিনা। জঙ্গলে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে একটি বাঘের কাছাকাছি নায়িকার গাড়ি দেখা গেছে। আর ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসেছেন সরকারি কর্তারা। ফলে জেরার মুখে পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে।

ওই অঞ্চলের সাব-ডিভিশনাল অফিসার ধীরজ সিংহ চৌহান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে বাঘের এত কাছাকাছি পৌঁছল নায়িকার গাড়ি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে বনবিহার অভয়ারণ্যে গিয়েছিলেন রাভিনা। সেখানেও বাঘকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গেছে তাকে। সেই ঘটনারও তদন্ত শুরু করেছে বন দপ্তর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments