Wednesday, November 29, 2023
Homeবিভাগছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

মানুষের জন্য ডেস্ক: দুর্বৃত্তের গুলিতে বাগেরহাটে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া (৩৭) নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত তানু এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।

আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিবিদ্ধ হন তানু। পরে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরে আলম তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা। তিনি বাগেরহাট জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সূত্র: দৈনিক আমাদের সময়

তানুর বড় ভাই আবুল কাশেম সেলিম ভুইয়া বলেন, ‘আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, ‘তানু ভূঁইয়া নামের এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। তিনি বিএনপি নেতা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments