মানুষের জন্য ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় মামলা করেছেন ওই ইউপির এক খণ্ডকালীন পরিচ্ছন্ন কর্মী।
তার অভিযোগ, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তাকে ইউপি কার্যালয় পরিষ্কার করার জন্য ডেকে নিয়ে যান। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগী এ ঘটনা ইউপি অফিসের কম্পিউটার অপারেটর ইব্রাহিমকে খুলে বলেন। ইব্রাহিম তার কথা শুনে সেও তাকে ধর্ষণ করে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়। তিনি বলেন, ধর্ষণের অভিযোগ মিথ্যা। নির্বাচনের পর থেকে আমার প্রতিপক্ষ গ্রুপ আমার মানহানি করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন, মামলা হয়েছে চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।