ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি, ময়মনসিংহের ত্রিশাল পৌরশহর সহ উপজেলার বারোটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সকল মুদীর দোকান,চা স্টল ও অন্যান্য জনসমগম স্থানে টেলিভিশন না চালানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মাইন উদ্দিন ।
জানা গেছে চা স্টলও অন্যান্য স্থানে চা স্টলগুলোতে রাতদিন টেলিভিশন প্রদর্শন করার কারণে উঠতি বয়সী যুবসমাজ সহ লোকজন তাদের পরিবারের সদস্যদেরকে সময় না দিয়ে উক্ত উল্লিখিত স্থানগুলোতে আড্ডা দেন।
চা স্টল অন্যান্য স্থানে আড্ডা দেওয়ার ফলে অনেকের পরিবারে নেমে এসেছে ঝগড়া ও অশান্তি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মাইন উদ্দিন জানান, এইসব স্পট গুলো বিনোদনের জায়গা নয়,তাই আগামী দুই দিনের মধ্যে চা স্টল অনন্য দোকান থেকে টেলিভিশন অপসারণ করতে হবে। যারা আইন অমান্য করে টেলিভিশন প্রদর্শন করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এফএস