ঝিনাইদহের কালীগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পলাতক আসামি মশিয়ার মাতুব্বরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে জেলার হরিনাকুন্ডু উপজেলার কাচারী বিন্নি গ্রামের জিন্দা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মশিয়ার মাতুব্বর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাকলাশ গ্রামের ছাদেক মাতুব্বরের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবার রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে বাদী হয়ে থানায় মামলা করেন। পরে আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যহত রাখা হয়।
এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০মিনিটের সময় জেলার হরিণাকুন্ড উপজেলার কাচারী বিন্নি গ্রামের জিন্দা মোড় এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মশিয়ার মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর উপজেলার রঘুনাথপুরে এক গৃহকর্মীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে, আসামি এলাকা থেকে পালিয়ে যায়।