কবিতাটি লিখেছেন- মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন
জীবনের এই ছোট্ট সফর
মরণ বাঁশি বাজবে,
কবরখানা কেমন হবে
নেক আমলে সাজবে?
মিছে মায়ার চোরাবালি
লোভে হিংসে ছলনা,
সহজ সরল সোজা পথে
ইমান কথা বল না।
নির্জনেতে সেজদায় যাও
কাঁদো আল্লাহর শানে,
ক্ষমা করুন হে দয়াময়
নয়ন আকাশ পানে।